ওয়াসার পানির দাবিতে রাজধানীর বেগম রোকেয়া সরণি অবরোধ করেছেন এলাকাটির বাসিন্দারা। রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে সড়কে অবস্থান নেন তারা। এতে করে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে পূর্ব শেওড়াপাড়া থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বেগম রোকেয়া সরণি অবস্থান নেন পূর্ব শেওড়াপাড়া এলাকার বাসিন্দারা। তারা সেখানে ওয়াসার পানির দাবিতে স্লোগান দিতে থাকেন।
সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অনেককে পায়ে হেঁটে যেতে দেখা গেছে। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি সমঝোতার চেষ্টা করছেন বলে জানা গেছে।
আন্দোলনকারীরা জানান, পূর্ব শেওড়াপাড়ায় প্রায় দুই মাস ধরে পানি পাচ্ছেন না বাসিন্দারা। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। তাই শেষপর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।