তিনি একাধারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। শুধু তাই নয়, তিনি একজন জনপ্রিয় অভিনেতাও। সেই সঙ্গে দারুণ উপস্থাপক। বলছি শোবিজ অঙ্গনের অন্যতম তারকা তাহসান রহমান খানের কথা।
আজ ১৮ অক্টোবর এই জনপ্রিয় তারকার জন্মদিন। ১৯৭৯ সালের ১৮ অক্টোবর তাহসান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। সেখানেই তার পৈতৃক নিবাস। তাহসানের আরও একটি পরিচয় আছে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
জন্মদিনে সবাইকে একটি সুখবর দিয়েছেন তিনি। নিজের ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে, এজন্য প্রশান্তির হাসি।
এর আগে ৯ অক্টোবর তাহসান সাংবাদিকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত।