পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ উপকূলীয় বনায়ন ও পুণঃবনায়নে কমিউনিটি ভিত্তিক অভিযোজন কর্মসূচি (আইসিবিএএআর) উদ্যোগে ইএনডিপির সহায়তায় অসময়ে মাছের চাহিদা পূরণ করতে আবাসনের ৬৮ পরিবারকে মাছের পোনা বিতরণ করা হয়।
সোমবার বেলা ১২ টায় গলাচিপার বোয়ালিয়া আবাসন প্রকল্পের সরকারি পুকুরে ২৬৩ কেজি রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, সরদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি, ইউএনডিপির আইসিবিএএআর প্রকল্প গলাচিপা প্রতিনিধি মো. আবুল হাশেম মিঞা, কমিউনিটি সহযোগি আখিনুর বেগম প্রমুখ। এ ছাড়াও ওই অনুষ্ঠানে মাছের খাবারসহ রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।