“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২০ ও বিশ্বহাত ধোয়া দিবস উদ্যাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাকসুদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী , সমাজসেবা কর্মকর্তা মো.অলিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদিক বৃন্দ প্রমুখ।
এ সময় বক্তারা করোনা ভাইরাস মোকাবেলায় বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করেন