পটুয়াখালীর গলাচিপা পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. মামুন আজাদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ।
তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। এছাড়া তিনি বৈশি^ক মহামারি করোনা ভাইরাস থেকে সকলকে সচেতন থেকে এ উৎসব পালনের জন্য বলেন।
তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই পৃথিবীতে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। ০১৭২৪১৪০৩৩৭