December 24, 2024, 12:01 am

চান্দিনায় দোল্লাই নবাবপুর ইউপি মেম্বার পদের উপনির্বাচনে জয়ী মিজানুর রহমান

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2020,
  • 348 Time View

কুমিল্লা চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচনে ৭৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন মিজানুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রির্টানিং কর্মকর্তা মোঃ আহসান হাবীব বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
উপনির্বাচনে মিজানুর রহমানের মোরগ প্রতীকে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুম সিকদার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯০ ভোট।
সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার রানীচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ নং ভোট কেন্দ্রে ইউপি মেম্বার পদে উপনির্বাচন হয়।
গত ২৩ জুন দোল্লাই নবাবপুর ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার সিদ্দিকুর রহমান মৃত্যুবরণ করায় এ পদটি শূন্য হয়। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা দুই হাজার ২৪০ জন। এর মধ্যে ১ হাজার ৩ শত ৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে ২১ টি ভোট বাতিল হয় ।
দিনব্যাপী সাধারন সদস্য পদের উপনির্বাচনে এমন পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করায় চান্দিনার প্রশাসনকে ধন্যবাদ জানান সাধারন জনগন।
সেই সাথে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতার জন্য কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা , জেলা পুলিশ, সিনিয়র জেলা নির্বাচন অফিস, উপজেলা প্রশাসন, চান্দিনা থানা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দ, ভোটারবৃন্দ ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আহসান হাবীব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71