পটুয়াখালীর গলাচিপায় ধান কাটা নিয়ে লাঠিয়ালদের
হামলায় আহত কাশেম মৃধা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু
হয়েছে। বুধবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু
হয়।
এলাকাবাসী সূত্রজানায়, উপজেলার চরবিশ^াস
ইউনিয়নের চর ওহাব গ্রামে ধান কাটাতে যায় ভোলা
জেলার চর ফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের আলঙ্গীর
ডাক্তার ও রব মাঝির নেতৃত্বে ৩০/৩৫ জন লাঠিয়াল। এসময়
গলাচিপা উপজেলার চর বিশ^াস ইউনিয়নের কৃষক
কাশেম মৃধা বাধাঁ দিলে লাঠিয়ালদের হামলায় কাশেম
মৃধা(৪৫), সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২),
সোলেমান মৃধা (২৮)সহ ২৫জন আহত হয়। গুরতর আহত
কাশেম মৃধা ও সবুজ মৃধাকে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে ভতি করা হলে বুধবার ভোর রাতে কাশেম মৃধার
মৃত্যু হয়। নিহত কাশেম মৃধা উপজেলার উত্তর চরবিশ^াস
গ্রামের আজাহার মৃধার ছেলে। গুরুতর আহত বাবুল
হাওলাদারকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল ও
সোলেমান মৃধাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনির হোসেন জানান, মৃত্যুর খবর শুনেছি এখনো কোন মামলা
হয়নি।