পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তন হল রুমে এ সভা শুরু হয়। অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো,
মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মাজিয়া নিতু। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ,
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, সাংবাদিক সঞ্জিব দাস, পৌর কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ্বাস, ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি শাহীন শাহ মা ইলিশ রক্ষায় সকল ধরণের পদক্ষেপের কথা খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশে^ প্রধান ইলিশ রপ্তানীকারক দেশে হিসেবে এগিয়ে যাচ্ছে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদকে আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্য খাতে ব্যাপক ভূমিকা রেখেছেন।