প্রমাণ ছাড়া ভোট কারচুপির অভিযোগ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
একের পর এক মামলাও ঠুকছেন। তবে ধোপে টিকছে না ট্রাম্পের অভিযোগ। উল্টাপাল্টা কথার জন্য নিজ দলের নেতারাই তাকে তুলোধোনা করছেন। ট্রাম্প শিবিরেও ধরেছে ভাঙ্গনের সুর। বন্ধ করে দেওয়া হচ্ছে ট্রাম্পের লাইভ সম্প্রচার। এমনকি বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্টকে কটাক্ষ করেছে ১৭ বছরের গ্রেটা থুনবার্গ।
উল্টাপাল্টা কথার জন্য নিজ দলেই খানিকটা অপ্রিয় হয়ে উঠেছেন ট্রাম্প। তবে এবার ধরেছে ভাঙ্গনের সুর। ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জের ধরে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।
যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিস্থিতি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা, রাজনীতিবিদ ও বৈদেশিক নীতি বিশেষজ্ঞরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার একহাত নিয়েছে সুইডেনের পরিবেশবাদীকর্মী গ্রেটা থুনবার্গ। কয়েক বছর আগে তাঁকে উদ্দেশ্য করে ট্রাম্পের ছোড়া ইটকে পাটকেল হিসেবে ফিরিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের ভোট চুরির অভিযোগকে হাস্যকর বলেছেন গ্রেটা থুনবার্গ। ট্রাম্পকে চিল করার পরামর্শ দিয়েছে ১৭ বছর বয়সী গ্রেটা।