বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন এ ¯স্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ পালন করা হয়। জাতীয় সমবায় দিবস উপলক্ষে কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে ৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা সমবায় অফিসার মোঃ ফরিদ আহমেদ, কলাপাড়া পৌর শহর বন্দর ব্যাবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান আসাদ,
শাপলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি ছালাম বিশ্বাস,আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা ভূমি সহকারী কমিশনার জগৎবন্ধু মন্ডল। আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় ভিত্তিক সমাজ গঠনে সকলকে সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম।