বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানের আলোকে সারাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারমান মো. নিজাম উদ্দিন মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক সঞ্জিব দাস, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা তথ্য কর্মকর্তা ইসমাত আরা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল আহসান মিঞা, অফিস সহকারী মো. সাইদুর রহমান, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক সানজিদা লায়লা প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমবায় বান্ধব সরকার। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে সমবায় গড়ে তুলুন এবং অধিক লাভবান হন। কৃষিসহ সকল ক্ষেত্রে আপনার অধিক সাফল্য অর্জন করতে পারবেন।