মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। রোববার (৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে কোভিড-১৯ এর সংক্রমণরোধে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করে মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। ইদানিং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে সারাদেশে বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারে শৈথিল্য দেখা যাচ্ছে’।
সরকারের নির্দেশনায় আরও বলা হয়, মসজিদে মুসল্লিদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং প্রতি ওয়াক্ত নামাজের আগে অবশ্যই এ বিষয়ে মসজিদের মাইকে প্রচারণা চালাতে হবে। এছাড়া মসজিদের গেটে ব্যানার দিয়ে সচেতনতা সৃষ্টি করতে কমিটির প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মের অনুসারীরাও অবশ্যই মাস্ক ব্যবহার করে উপাসনালয়ে প্রবেশ করতে বলা হয়েছে। সেখানেও প্রধান ফটকে ব্যানার প্রদর্শন করতে বলা হয়েছে।