শনিবার রাতে, পলাশ থানায় এ অভিযোগ করেছে নির্যাতনের শিকার ওই গৃহবধু। তবে এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পলাশ থানার ওসি তদন্ত মো: হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন ।
থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর আলম খন্দকারের ভাই অভিযুক্ত পাপ্পু খন্দকার। গত ২৬শে অক্টোবর তার গাড়ি চালকের মাসিক বেতন দেয়ার কথা ছিল। বেতনের টাকা চালক নষ্ট করে ফেলবে এই অজুহাত দেখিয়ে চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন গাড়ির মালিক পাপ্পু খন্দকার। পরে মালিকের কথা অনুযায়ী চালক তার স্ত্রীকে নিয়ে আসেন। ওই সময় পাপ্পু খন্দকার গাড়ী চালককে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করেন। শুক্রবারও (৬ নভেম্বর) গাড়ির মালিক পাপ্পু চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন। এতে রাজি না হয়ে শনিবার রাতে বিষয়টি পলাশ থানায় অভিযোগে জানান নির্যাতিত ওই গৃহবধু।
পলাশ থানার ওসি তদন্ত মো: হুমায়ূন কবীর জানান, ধর্ষণের অভিযোগে ওই গৃহবধুর মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে। সেই সাথে অভিযুক্তের ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনী কার্যক্রম অব্যহত আছে।