এখন থেকে জমি নিবন্ধনের মাত্র ৮ দিনের মধ্যে নামজারি হয়ে যাবে। আলাদা করে নামজারির আবেদন করতে হবে না। সফটওয়্যারের মাধ্যমে এই কাজ সম্পন্ন হওয়ায়, মানুষের হয়রানি কমবে, কাজে গতি বাড়বে, কমবে দীর্ঘসূত্রতা ও দুর্নীতি।
এমন সব সুযোগ সুবিধা সংযুক্ত করে জমি রেজিস্ট্রেশন ও নামজারি কার্যক্রম সমন্বয় সাধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জমি নিবন্ধন ও নামজারি নিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। পুরো কাজ সম্পন্ন হতে এমনিতেও দীর্ঘ সময় লাগে, একইসঙ্গে এ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা দুর্নীতির মাধ্যমে কাজ আটকে যেমন রাখেন, তেমনি ঘুষ ছাড়া আবেদনের কাগজপত্র এগোয় না। এমন অভিযোগ দীর্ঘ দিনের।
এসব সংকট দূর করতে জমি রেজিস্ট্রেশন ও নামজারি কার্যক্রম সমন্বয় সাধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে এ নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।
জানান, অভিন্ন একটি সফটওয়্যার থাকবে যার মাধ্যমে জমি নিবন্ধনের প্রধান ভূমিকা পালনকারী দুজন অর্থাৎ সাব রেজিস্ট্রার ও সহকারী ভূমি কমিশনার সমন্বিতভাবে কাজ করতে পারবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান,’আট দিনও লাগবে না। আট দিনের মধ্যেই যিনি জমি কিনলেন তার নামে মিউটেশন করে পর্চা করা হয়ে যাবে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, দুইভাবেই অর্থাৎ ক্রয়-বিক্রয়ের মাধ্যমে এবং উত্তরাধিকার সূত্রে জমি নিবন্ধন ও নামজারির বিষয়টি যুক্ত করা হবে নতুন এই পদ্ধতিতে। খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন,’আগে ক্রয়-বিক্রয়ের টি করা হবে পরে উত্তরাধিকার সূত্রে জমি ক্রয়ের বিষয়টি এই সফটওয়ারের আওতায় আনা হবে।’
এই পদ্ধতিতে ১৭টি উপজেলায় কাজ শুরু হয়ে গেছে। এক বছরের মধ্যে সারাদেশে কাজ শুরু হবে।