দুর্নীতি মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামালসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে কামাল ও সংশ্লিষ্ট ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।
বিকালে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ মহসিনুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত অপর চারজন, তৎকালীন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইছাহাক, তৎকালীন সহকারী প্রকৌশৈলী ও সিটির বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুস ছাত্তার এবং ঠিকাদার মোহাম্মদ জাকির হোসেন।
এ ঘটনায় ২০১০ সালের ১১ই অক্টোবর জেলা দুদক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাসেত ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এদিকে রায়ের প্রতিবাদে সাবেক মেয়রের সমর্থকরা আদালত চত্ত্বর ও ফজলুল হক এভিনিউয়ে বিক্ষোভ করেন।