করোনায় মানুষকে সচেতন করতে ময়মনসিংহে প্রচার অভিযান চালিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর পাটগুদাম ব্রিজমোড়ে জেলা পুলিশের আয়োজনে করোনার দ্বিতীয় ঢেউ এর আগে মানু্ষকে সচেতন করতে লিফলেট এবং মাস্ক বিতরণ করা হয়।
কর্মসূচী উদ্বোধন করেন, জেলা সুপার আহমার উজ্জামান। এ সময় পুলিশ সুপার বলেন, মাস্ক ছাড়া কেউ বাইরে বের হবেন না। আজকে আমাদের সচেতনামুলক অভিযান। পরবর্তীতে মাস্ক না পড়লে জেল জরিমানার করা হবে।
তিনি বলনে, “আমার অফিসে মাস্ক ছাড়া কাউকে সেবা দেয়া হয় না। আপনারাও মাস্ক ছাড়া সেবা দিবেন না।”
এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের উপস্থিত ‘মাস্ক নাই তো সেবা নাই’ লেখা ব্যানার টানানো হয়েছে।