December 26, 2024, 6:39 am

ভোলায় মাস্ক না পড়ায় ১৯ জনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : Thursday, November 12, 2020,
  • 455 Time View

সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়ার পাশাপাশি সামাজিক দূরত্ব না মানায় ভোলায় ৩ জনকে ৫ দিনের কারাদণ্ড ও ১৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিদুয়ানুল ইসলাম, জাহিদুল ইসলাম ও মোহাম্মদ আকিব ওসমানের নেতৃত্বে জেলা প্রশাসনের ৩টি ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরায় ৩ জনকে ৫ দিনের কারাদণ্ড ও ১৬ জনকে ১৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসকের এ অভিযান অব্যাহত থাকবে বলেও সূত্র জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71