পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্বনবী হযরত মুহম্মাদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে চরমোন্ডল বাজার এলাকায় ইউনিয়নের চরলক্ষী ৩নং ওয়ার্ডের সকল ধর্মপ্রাণ মুসলমানের আয়োজনে মুসলিম বাজার জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মুসলিম পাড়া আশ্রায়ন প্রকল্প প্রদক্ষিণ শেষে মন্ডল বাজার গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,হাফিজুর রহমান ডিপটি প্যাদা, মুসলিম পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মেহেদী হাসান,পশ্চিম চরলক্ষী মুসলিম পাড়া বাইতুল আমান কারিমিয়া কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ আবুল হাসান,মোঃ বেল্লাল হোসইন প্রমূখ।মানববন্ধনে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এসময় এ ঘটনায় বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর আহ্বান জানান তারা। পরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।