ভক্তের ফোন ছুড়ে ফেলাসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে অনুতপ্ত টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ক্ষমা চাইলেন।
দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষে দেশে ফিরেই বেশকিছু বিষয়ে আলোচনা ও সমালোচনার জন্ম দেন টাইগার ক্রিকেটার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এসব ইস্যু নিয়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সাকিব আল হাসান। সোমবার (১৬ নভেম্বর) নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় অনুতপ্ত সাকিব সকলের ক্ষমা চান।
ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘দেশে ফেরার সময় ইমিগ্রেশন এক ভক্ত সামাজিক দূরত নিশ্চিত না করেই ছবি তুলতে আসেন। আর যেহেতু করোনার জন্য জনসমাগম এড়িয়ে চলা বা স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সেফ রেখে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার চেষ্টা করছিলাম, সে সময় তাকে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা করলে হাত লেগে তার ফোনটি পড়ে যায়। ওই ভক্তের ফোনটি উদ্দেশ্যমূলকভাবে ভাঙেননি বলেও দাবি করেন সাকিব।
বিশ্বসেরা এ অলরাউন্ডার আরও বলেন, ‘ভুলত্রুটি নিয়েই আমরা জীবনে চলাচল করি। আমার কোনও ভুল হয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলেও আমি ক্ষমা প্রার্থনা করছি।
কলকাতায় কালীপূজা উদ্বোধনের বিষয়ে সমালোচনার বিষয়ে সাকিব বলেন, ‘আমি পূজার উদ্বোধন করিনি। সে প্রমাণ আপনারা সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে পাবেন। আর আমি সেখানে উপস্থিত হওয়ার আগেই পূজার উদ্বোধন হয়।’ আর পূজা মণ্ডপে উপস্থিত হওয়া প্রসঙ্গে সাকিব জানান, আমরা যেখানে ছিলাম সেটা মণ্ডপ ছিলোনা। মণ্ডপের পাশেই আরেকটি স্টেজ ছিলো সেখানেই আমরা উপস্থিত হই।
প্রদীপ প্রজ্জ্বলনের বিষয়ে সাকিব বলেন, ‘আমি কলকাতার হয়ে দীর্ঘদিন খেলেছি। সেখানকার মানুষ আমাকে অনেক পছন্দ করে। তাই উপস্থিত সকলের অনুরোধে আমি প্রদীপ প্রজ্জ্বলন করি।
কোনও ধর্মকে ছোট করার বা কোনও ধর্মকে বড় করার কোনও উদ্দেশ্য ছিলোনা উল্লেখ করে সাকিব বলেন, ‘আমার হয়তো সেখানে উপস্থিত হওয়াই উচিত হয়নি। তবে, আমি অনাকাঙ্খিতভাবে আপনাদের কষ্ট দিয়ে থাকলে আমি অবশ্যই ক্ষমা প্রার্থনা করছি।
ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে সাকিব সবাইকে দায়িত্বশীল আচরণ ও ভূমিকা পালন করার আহ্বান জানান।
এর আগে, এক ভক্তের মোবাইল ফোন ছুড়ে ফেলা এবং কলকাতায় পূজা মণ্ডপে উপস্থিত হওয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হন সাকিব আল হাসান..