মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদেরের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির প্রমাণ পাওয়ায় এবং দুই সাংবাদিককে মারধর ঘটনায় সাংবাদিকদের প্রতিবাদ শুরু হওয়ায় বিশেষ জরুরি আদেশে তাকে বদলির আদেশ দিয়েছে মন্ত্রণালয়।,
সোমবার (১৬ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ নির্দেশ জারি করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। উপসচিব মোঃ নায়েব আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেহেরপুর জেলার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল কাদেরকে সাতক্ষীরা এতিম ও প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল ম্যানেজার উপ পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয় জেলা সমাজসেবা উপ-পরিচালক মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এর নিকট ১৬ নভেম্বর তাৎক্ষণিকভাবে দায়িত্ব হস্তান্তর করে সেখান থেকে অবমুক্ত বলে গণ্য হবে।
প্রসঙ্গত, আব্দুল কাদেরের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, হিজড়াদের প্রশিক্ষণের ভাতা আত্মসাৎ, সরকারি বাড়িতে ভাড়া না থেকেও নিজ অফিসের পাশের একটি কক্ষকে গোপনে বেডরুম হিসেবে ব্যবহার করার পরেও ১ লাখ টাকা উত্তোলন, করোনার সময়ে ভ্রমণ না করেও ৪৮ হাজার টাকা বিল উত্তোলন করেন। এ বিষয়ে সংবাদ সংগ্রহের কাজে গত রবিবার সকালে জেলা সমাজসেবা অফিসে যান দুই সাংবাদিক। এতে ক্ষিপ্ত হয়ে উপ-পরিচালক মো. আব্দুল কাদের তাদের অফিসে আটকে রেখে বেধড়ক মারধর করেন এবং তাদের ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে অন্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।