পটুয়াখালীর গলাচিপায় ১০৭ জন গ্রাম পুলিশের মাঝে ২য় ধাপের করোনা ভাইরাস প্রতিরোধী সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা এলিট ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, কেআর বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আব্দুল রহমান প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, উপজেলার গ্রাম পুলিশরা মাঠে থেকে কাজ করেন তাই তাদের করোনা ভাইরাসের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাদের অনেক তথ্য দিতে হয়। তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তথ্য সংগ্রহ করেন। তাদের জন্য এ সুরক্ষা সামগ্রী বিতরণ করায় তারা নির্ভীকভাবে কাজ করতে পারবে। এ সময় গ্রাম পুলিশদের মাঝে মাস্ক, চশমা, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটারাইজার, হেলমেট প্রভৃতি প্রদান করা হয়।