জেলার পাথারঘাটা থানাধীন রুপধন কাটাখালি ৪নং ওয়ার্ড এলাকা হতে অপহৃত ভিকটিম কিশোরী উদ্ধার এবং অপহরণের সাথে জরিত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প।
ঘটনার বিবরণে জানা যায় গত ১২ই নভেম্বর বিকাল আনুমানিক ৩ঃ১৫ ঘটিকার সময় নাসির হাওলাদার (৩৭), পিতা-মৃত আইনআলি হাওলাদার, সাং-শ্রীরামপুর, লাউকাঠি ইউনিয়ন, থানা-সদর, জেলা-পটুয়াখালী প্রধান সড়ক (ভিকটিমের বাড়ির সামনের মাটির কাচা রাস্তার উপর) হতে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক আপহরণ করে নিয় যায়।
এ সংক্রান্তে অপহৃত ভিকটিমের পরিবার বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোথাও না পেয়ে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানায় একটি নিখোজ ডায়েরী করেন (রাঙ্গাবালি থানার ডায়েরী নং-৪৮৪ তাং- ১৪/১১/২০২০ইং) এবং অপহৃত ভিকটিমের বড় ভাই ভিকটিমকে উদ্ধারের জন্য র্যাবের সহযোগিতা কামনা করেন।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল ১৬ই নভেম্বর রাত আনুমানিক ২১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম মোসাঃ তানিয়া আক্তার(১৭)কে ছদ্ম নাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত আসামীদেরকে জেলার রাঙ্গাবালি থানায় হস্তান্তর করা হয়। এ বিষয় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে রাঙ্গাবালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।