পটুয়াখালীর কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য মোস্তাফিজুর রহমান সুজন মৃধার মায়ের মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া শাখার অস্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া শাখার সভাপতি এইচ.আর মুক্তা, সাধারন সম্পাদক মো. আরিফ সিকদার, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত রিমন, সহ-সভাপতি মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক মো. ইমন আল আহসান, আইন সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, পাঠাগার ও সাহিত্য সম্পাদক ইমাম হোসেন হিমেল ও সদস্য এস. কে রঞ্জনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।