বরিশালে ঘরে আগুন লেগে রেজাউল নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামছড়ি গ্রামের ইউনুস গাজীর বাড়িতে এই আগুন লাগে।
নিহতের পরিবার জানায়, তিন নাতিকে নিয়ে ওই ঘরে ইউনুস গাজী ও তার স্ত্রী ঘুমিয়ে ছিল। ঘুম ভেঙে আগুন দেখতে পেয়ে তাড়াহুড়া করে দুই নাতিকে নিয়ে বেরিয়ে যান তারা। তবে তাড়াহুড়ার কারণে রেজাউল ঘরে ভেতেরে থেকে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিভানোর পর ঘরের ভেতর থেকে রেজাউলের দগ্ধ মরদেহ উদ্ধার হয়।
আগুন লাগার কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করঝে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।