বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে নবজাতক চুরির তিনদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে বাড়ির পাশের পুকুর থেকে শিশু সোহানার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা। শিশুটি মোরেলগঞ্জের গাবতলা গ্রামের জেলে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটিকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে। তিনি আরও জানান, এর আগেও পুকুরটিতে তল্লাশি চালানো হলেও মরদেহ পাওয়া যায়নি।
উল্লেখ্য, রবিবার রাতে মেয়ে সোহানাকে নিয়ে ঘুমিয়েছিলেন বাবা-মা। ঘুম ভেঙে শিশুটির মা দেখেন মেয়ে কাছে নেই।
এ ঘটনার শিশুটির দাদা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। তবে এখনো কাউকে আটক করা হয়নি।