পটুয়াখালীর দশমিনা সদরের চেয়ারম্যান মার্কেটের দীর্ঘ দিনের ব্যবসায়ী সৎ নিষ্টাবান ঠান্ডা প্রকৃতির মানুষ ও খাজা মিষ্টান্ন ভান্ডারের পরিচালক মোঃ ইউসুফ চৌকিদার, সন্তাসী ও জুয়ারী মোঃ রুহুল আমীনের ছুরির আঘাতে আহত হয়, পরে গতোকাল বুধবার রাত ১০:৩০ এর দিকে দশমিনা সদর হাসপাতালে ভর্তি করেন মার্কেটের কিছু ব্যাবসায়ীগন, সুএে যানা যায় গত দুই মাস আগে চেয়ারম্যান মার্কেটের ভিতরে তার খাজা মিষ্টান্ন ভান্ডার মিষ্টির দোকানের পাশেই ছোট্র একটি চায়ের দোকান দিয়ে থাকে, দোকানটি কিছু দিন চালিয়ে তার পরে বন্ধ করে দেয় মোঃ ইউসুফ চৌকিদার কিন্তু দোকানটি বন্ধ করে দিলেও রয়েযায় দোকানের কিছু মালামাল, পরে কিছু মাল তার পাশাপাশি ব্যাবসায়ী মোঃ রুহুল আমীন নামে এক চায়ের দোকানীর কাছে বিক্রি করে দেন, সাথে সাথে কিছু টাকা দিলেও রয়ে যায় কিছু বাকি গতোকাল রাত ১০ টার দিকে ইউসুফ তার দোকানের মোঃ শাহীন নামে এক কর্মচারীকে চায়ের দোকানদার রুহুল আমীনের কাছে পাওনা টাকা চাইতে পাঠালে মোঃ রুহুল আমীন, কর্মচারী শাহীনকে পাওনা টাকা না দিয়ে বরং মারধর করেন এবং না না ধরনের গাল মন্দ করেন, পরে মোঃ ইউসুফ চৌকিদার বিষয়টি জিঙ্গাসা করতে গেলে তাকে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করেন দোকানদার মোঃ রুহুল আমীন।