মণিরামপুরে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে সবার প্রিয় পল্লী চিকিৎসক ডাঃ নবীরুজ্জামান নবীর (৪৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে……. রাজেউন)। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যু হয়। এদিন জোহরবাদ তার দাফন সম্পন্ন হয়।
মরহুমের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে তার বুকে প্রচন্ড ব্যথা অনুভূত হয় এবং এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়েছে বলে জানান। চিকিৎসক প্রাথমকি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। দ্রæত তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিনই জোহরবাদ সহস্রাধিক হিতাকাঙ্খি ও এলাকাবাসির উপস্থিতিতে মরহুমের নামাজে জানাযা শেষে নিজ গ্রাম হাজরাকাঠির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন।
মরহুম ডাঃ নবীরুজ্জামান নবীর উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামের মরহুম মাষ্টার মোয়াজ্জেম হোসেন ও সাবেক জনপ্রিয় জনপ্রতিনিধি মরহুমা হাসিনা বেগমের ৫ পুত্রের মধ্যে ৪র্থ সন্তান। নবীর মণিরামপুর পৌরশহরে পারিবারিক ভাবে ঔষুধের ব্যবসাসহ পল্লী চিকিৎসক হিসেবে সেবাদান করতেন।
তিনি গরীবের ডাক্তার হিসেবে সবার কাছে পরিচিত এবং জনপ্রিয় ছিল। সবার প্রিয় সদা হাস্যোজ্বল ও সকলের প্রিয় মুখ ডাঃ নবীরের অকাল মৃত্যুতে নিজ গ্রাম হাজরাকাঠিসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার নামাজে জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বন্ধু-বান্ধব, আত্মীয়-সজন ও এলাকার র্সবস্তরের মানুষ শরীক হয়। এ সময়ে সকলের উপস্থিতিতে এক হৃদয় বিদারক পরিবেশের সৃস্টি হয়। প্রিয় মানুষটিকে হারনোর জন্য অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।