বেসরকারি হাসপাতালের সেবার মান অনুযায়ী ক্যাটাগরি ও সেবার মূল্য নির্ধারণ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের সেবা নিয়ে পর্যালোচনা সভা শেষে একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীতে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিকের যেসব চার্জ হবে এবং ওনারা সেবা দেবেন, সেই সেবার মূল্য নির্ধারণ করে দেয়া হবে। সেটা ওনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে করা হবে। একটি ক্লিনিক, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কী ধরনের যন্ত্রপাতি, জায়গা ও জনবল লাগবে- সেই বিষয়গুলোও নির্ধারণ করে দেয়া হবে। সেই বিষয়েও তারা একমত পোষণ করেছেন।
তিনি বলেন, বিভিন্ন হাসপাতালের বিভিন্ন মান রয়েছে। সেখানে টাকার ইনভলবমেন্ট আছে। একটি বড় হাসপাতাল বা ক্লিনিকে অনেক ব্যয় করা হয়েছে। তাই ক্যাটাগরিও নির্ধারণ করে দেয়া হবে, এতেও তারা রাজি আছেন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ সেবার মান অনুযায়ী খরচ নির্ধারণ ও তা ডিসপ্লে করতে সম্মত হয়েছেন বলেও জানান মন্ত্রী।