করোনাকালে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে রিটার্ন দাখিলে সাফল্য দেখিয়েছে কুমিল্লার ভ্যাট কমিশনারেট।
দেশের ১২টি কমিশনারেটের মধ্যে পর পর তিনবার অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমার হারে প্রথম স্থানে রয়েছে জেলাটি। গত অর্থবছরের তুলনায় চলতি বছরে রাজস্ব আদায় বেড়েছে ২’শ ৮৯ কোটি টাকা। চলতি মাসে কুমিল্লার রিটার্ন দাখিলের হার প্রায় ৯৪ শতাংশ। তিন মাস আগে ছিল মাত্র ৫১ শতাংশ।
অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমার হার বাড়ছে। আগস্ট পর্যন্ত অনলাইনে নিবন্ধন নিয়েছে এক লাখ ৮৪ হাজার। অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে ৫৪ হাজার। চলতি অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৮শ’ ৯ কোটি টাকা। যা গত বছর ছিল ৭শ’ ১৬ কোটি টাকা। এতে গত বছরের তুলনায় বৃদ্ধি হয়েছে প্রায় ৫৬ শতাংশ। আগস্ট মাসে রিটার্ন জমায় প্রথম কুমিল্লা, দ্বিতীয় যশোর, তৃতীয় সিলেট।
রিটার্ন দাখিলের হার বাড়াতে মোবাইল বার্তা পাঠানো, বাসায় বাসায় গিয়ে করদাতাদের রিটার্ন দাখিলে উৎসাহিত করাসহ নানা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে করদাতাদের উদ্বুদ্ধ করতে উদ্যোগ নেয় কুমিল্লা ভ্যাট কমিশনারেট।
দলবদ্ধ প্রচেষ্টায় প্রতিযোগিতা এই সাফল্যের মূল নিয়ামক হিসেবে কাজ করছে বলে জানান ভ্যাট কমিশনার মোঃ বেলাল হোসাইন চৌধুরী।
করদাতাদের সচেতন করার কারণে অনলাইনে রিটার্ন দাখিল ও রাজস্ব বৃদ্ধি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।