পটুয়াখালীর গলাচিপায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ও গলাচিপা উপজেলা কমিটির সদস্যদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার বিকাল সারে চারটায় উপজেলা হল রুমে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফা, সমাজসেবা কর্মকর্তা অলিউল্লাহ, এডিডি জেলা কর্মকর্তা মো. নাজমুল হোসাইন খান, গলাচিপা থানার এস আই মোঃ শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা দ্বীপশিখা জয়ন্তী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন, সাংবাদিক হারুনঅর রশিদ, সাংবাদিক সঞ্জিব দাস, সাংবাদিক নাসির উদ্দিন, সৌর্হান্দ্য প্রতিবন্ধী সংগঠনের সভাপতি আবুল কালাম। সভায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, উপজেলা কমিটির দায়িত্ব কর্তব্য এবং পিছিয়ে পড়া হতদরিদ্র, সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও বিভিন্ন সেবা সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন কোন প্রতিবন্ধী ব্যক্তিকেই পিছনে রাখা যাবে না। তাদের সকল সরকার কর্তৃক ও আন্তর্জাতিক গেজেটের নির্দেশাবলী পালন করার লক্ষ্যে এই কমিটির গুরুত্ব অপরিসীম। তিনি সকল সরকারি ও বেসরকারি ক্ষেত্রে প্রতিবন্ধীদের উন্নয়নের ক্ষেত্রে উদাসীনতা ও দায়িত্বসীলতা এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলকে আন্তরিক ভাবে কাজ করার ও সহযোগিতার আহ্বান জানান।