২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ধান,গম,ভুট্টা, সরিষা,খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পকির্ত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উক্ত উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১ হাজার ৮ শত ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার প্রদান করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসী, চান্দিনা পৌর সভার মেয়র মো.মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।
বিতরনকালে আরোও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিঅাইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম খান,সুলতান আহমেদ,
মাজেদুল ইসলাম,জাহাঙ্গীর আলম,
ইকবাল হোসেন, সারওয়ার আলম, আবদুল অদুদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ,কর্মচারী বৃন্দ প্রমুখ।