প্রধানমন্ত্রীর খাদ্য সহয়তার (১০ টাকা কেজি)
হতদরিদ্রের নামে বরাদ্ধকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল ৫ বছর ধরে আত্মসাতের অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে।
এই ঘটনায় গতকাল (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার ডাক যোগে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন ফজিনুর নামে এক সুফলভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার শ্যালক আদমপুর এলাকার খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার এনায়েত হোসেন (ছবি সংযুক্ত) ২০১৬ সাল থেকে ফজিনুরের সুফলভোগী কার্ড গোপন করে চাল আত্মসাত করে আসছেন।
এব্যাপারে অভিযুক্ত ডিলার এনায়েত হোসেন জানান, সুফলভোগী ফজিনুরের আত্বীয়দের মাধ্যমে চাল নিয়েছেন। তিনি জানান,ফজিনুরের সাথে সমঝোতা করে ব্যাপারটা মিটমাট করা হবে।
বহরমপুর ইউনিয়নের তদারকি কর্মকর্তা ও একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী রুমা আক্তার জানান, ফজিনুর দীর্ঘদিন ঢাকা থাকায় তার চাল আত্বীয়দের মাধ্যমে উত্তোলন করে নিয়েছেন।
উপজেলা র্নিবার্হী অফিসার তানিয়া ফেরদৌস জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।