টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে হেরে যায় বেক্সিমকো ঢাকা।
আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রামের। সন্ধ্যায় টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ঢাকা। অভিজ্ঞ আর তারুণ্যে গড়া দলটার ব্যাটিং লাইন-আপও বেশ শক্তিশালী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের তানজিদ হাসান, আকবর আলীদের সঙ্গে আছেন মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাঈম শেখরা।
কিন্তু ব্যাটিং শুরুর পরই হুড়মুড়ে ভেঙ্গে পড়ে শক্ত ব্যাটিং লাইন-আপ। তানজিদ ৬ বলে ২ রান করে ফেরেন ইনিংসের প্রথম ওভারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ শরিফুল ইসলামের বলে স্লিপে ক্যাচ দিয়ে।
দুই নম্বরে সাব্বির রহমান এসে খেললেন ১০ বল তবে খুলতে পারেননি রানের খাতা। মুশফিকুর রহমের অবশ্য এত বল খেলতে হয়নি, ফিরেছেন প্রথম বলে সুইপ খেতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে।
আকবর আলীও নিজের প্রতি সুবিচার করতে পারেননি, ১৩ বলে ১৫ রান করে বোল্ড হন মোসাদ্দেক হোসেনের বলে। আবু হায়দার রনিকে শূন্য রানে ফেরান তাইজুল ইসলাম।
শাহাদাত হোসেন খেলেন ১৩ বল, রান করেন মাত্র ২। দলের এমন অবস্থায় হাল ধরতে পারেনি কেউই। শেষ দিকে মুক্তার আলীর ১২, নাসুম আহমেদের ৮ আর মেহেদী হাসান রানার ৯ রানে ১৬ ওভার এক বলে সব উইকেট হারিয়ে ৮৮ রান তুলে ঢাকা।
চট্টগ্রামের হয়ে ২টি করে উইকেট নেন শরিফুল, মোসাদ্দেক, মোস্তাফিজুর। ১টি করে নেন নাহিদুল ও সৌম্য।