ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অটোরিকশা-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে আব্দুল মজিদ (৪০) নামে একজন নিহত হয়েছেন।
গতকাল রাতে উপজেলার মীরডাংগী কবরস্থানের সামনে নেকমরদ রাণীশংকৈল মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল মজিদ কাশিপুর ইউনিয়নের মাহারাজা গ্রামের তফিল উদ্দীনের ছেলে।
রাণীশংকৈল থানার এএসআই আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।