সিডনিতে সফরকারী ভারতকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
এ ম্যাচে ব্যাটিংয়ে বীরত্ব দেখালেন অ্যারণ ফিঞ্চ ও স্টিভেন স্মিথ। দুজনেই সেঞ্চুরি পেয়েছেন। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
জবাবে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানে থেমে যায় ভারতের ইনিংস। ম্যাচসেরা স্মিথ ৬৬ বলে ১০৫ রানের ঝড়ো সেঞ্চুরির ইনিংস খেলেছেন। ফিঞ্চ করেন ১২৪ বলে ১১৪ রান।
ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৬৯ রান। ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৫ রান করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন পান্ডিয়া। ধাওয়ান করেন ৭৪ রান।