December 25, 2024, 6:18 am

বিশ্বসেরা অলরাউন্ডারের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক
  • Update Time : Saturday, November 28, 2020,
  • 475 Time View

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ব্যাট হাতে এখনো নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারেননি সাকিব আল হাসান।

তবুও নতুন রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন দেশসেরা ক্রিকেটার। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ শনিবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে জেমকন খুলনার হয়ে এই রেকর্ডে নাম লেখান সাকিব। ম্যাচটিতে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেন করতে নামেন তিনি।

ছয় রান করে সাজঘরে ফিরে যান এনামুল। এরপর ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে নিজের লক্ষ্যের নাগাল পান সাকিব।

ইনিংসের চতুর্থ ওভারে শরিফুলের বল ফাইনলেগে পাঠিয়ে কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা পেয়ে যান সাকিব। অবশ্য রেকর্ডের পর বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি তিনি। পরের ওভারেই নাহিদুলের বলে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। মাত্র তিন রানে শেষ হয় সাকিবের ইনিংস।

এর আগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছিলেন তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বাধিক পাঁচ হাজার ৮৬৪ রান তামিমের। এরপর আছেন সাকিব, তাঁর রান পাঁচ হাজার। সাকিবের পর তৃতীয় সর্বাধিক চার হাজার ৪২ রান করেছেন মুশফিকুর রহিম।

 

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। ২০০৬ সালের আজকের দিনে (২৮ নভেম্বর) টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের অভিষেকের পর এখন পর্যন্ত ৩১১ ম্যাচ খেলে ব্যাট হাতে পাঁচ হাজার রানের পাশাপাশি বল হাতে সাকিব নিয়েছেন ৩৫৫ উকেট।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71