এক বছর আগে ‘দি ইমমর্টাল অশ্বত্থামা’ ছবিটি করার কথা ঘোষণা করেছিলেন পরিচালক আদিত্য ধর।
জানিয়েছিলেন, প্রধান চরিত্রে ভিকি কৌশল অভিনয় করবেন। খবর আনন্দবাজারের।
এখন জানা যাচ্ছে, ভিকির বিপরীতে সারা আলি খানের নাম ভেবেছেন তিনি। যদিও এখনও সই করেননি সারা। করোনার কারণে ছবির পরিকল্পনা পিছিয়ে দিয়েছিলেন আদিত্য।
ফের কাজ শুরু করেছেন। তবে এই ছবি ফ্লোরে যেতে যেতে আগামী এপ্রিল। অশ্বত্থামাকে নিয়ে তিন ভাগে হবে এই কাহিনি, মূল আধার মহাভারত।
সারা আর ভিকি এই প্রথম বার একসঙ্গে কাজ করবেন। দু’জনেরই হাতভর্তি ছবি। সারার সামনে রয়েছে আনন্দ এল রাইয়ের প্রজেক্ট ‘অতরঙ্গি রে’। ভিকির হাতে উধম সিংহের বায়োপিক, মানেকশয়ের বায়োপিক, ‘তখত’।
অভিনেতা এই মুহূর্তে মানুষী ছিল্লরের সঙ্গে যশ রাজ ফিল্মসের একটি কমেডি ছবির শুটিং করছেন।