ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিলোনা নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়দের ৭২ রানে উড়িয়ে দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যাবধানে জিতে নিলো কিউইরা
রোববার প্রথমে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপসের ঝড়ো সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৩৮ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিক নিউজিল্যান্ড।মাউন্ট ম্যাঙ্গানিউর বে ওভালে ফিলিপস ৫১ বলে ১০৮ রান করেন । কিউইদের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক এখন তিনি। মাত্র ৪৬ বলে ডানহাতি ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নেন। মজার বিষয়টি হচ্ছে, দুই বছর আগে একই ভেন্যুতে প্রতিপক্ষ হিসেবে ছিল ক্যারিবীয়রা ওই ম্যাচে ৪৭ বলে সেঞ্চুরি তুলে শিরোনামে এসেছিলেন কলিন মুনরো।এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৭ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে।
২৩ বলে ৩৫ রান তোলেন মার্টিন গাপটিল, ও ১২ বলে ১৮ রান করেন টিম সেইফার্ট, কোনও বল না খেলে অপরাজিত ছিলেন রস টেইলর। জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।দলের পক্ষে কাইরন পোলার্ড ১৫ বলে ২৮, শিমরন হেটমেয়ার ৩২ বলে ২৫, কিমো পল করেন অপরাজিত ১৮ বলে ২৬ রান। এছাড়া কেউই উল্লেখ যোগ্য স্কোর করতে পারেননি।নিউজিল্যান্ডের পক্ষে কাইল জ্যামিয়েসন ও মিচেল স্যান্টনার নেন দুটি করে উইকেট। সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
করণা মহামারীর সময় আপনার পাশে থাকা মানুষগুলোকে সুস্থ রাখার জন্য সঠিক পরামর্শ দিন আপনি সুস্থ থাকুন আপনার ফ্যামিলিকে সুস্থ রাখুন প্রচারে টি এন নিউজ ৭১,