যশোর সদর উপজেলার বাহাদুরপুর থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
সোমবার দুপুরে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলার গোলপরায় গ্রামের গোষ্ঠবিহারী পোদ্দারের ছেলে রতনকুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের মৃত মিন্টু সাহার ছেলে প্রদীপ সাহা (৫৫) ও রাজধানীর গেন্ডারিয়া থানার কালীগঞ্জ সাহা রোড এলাকার সোভল দত্তের ছেলে পংকজ দত্ত (৪৮)।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজারে অবস্থান নেয়।
দুপুর একটার দিকে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাসের গতিরোধ করে তলাশি চালানো হয়। এসময় বাসের তিন যাত্রীর কাছ থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম দুই কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা।তিনি আরো জানান, উদ্ধার করা সোনার বার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।