রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করেছে।
বুধবার ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এ তথ্য জানান।ওয়ালিদ হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ ৫৮ জনকে গ্রেপ্তার করেছে। এরা সবাই মাদকসেবী ও ব্যবসায়ী।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে।পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চার হাজার ৩৬৮টি ইয়াবা, ১৬ গ্রাম হেরোইন, আট কেজি ৩২০ গ্রাম গাঁজা, ২৮১ বোতল ফেনসিডিল, ২২টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ডিসি ওয়ালিদ।