December 25, 2024, 5:58 pm

পাকিস্তানের ক্রিকেট অধিনায়ককে আদালতের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • Update Time : Saturday, December 5, 2020,
  • 117 Time View
Court warns Pakistan cricket captain

পাকিস্তানের তিন সংস্করণের (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক তরুণী। তবে ঘটনাটি বেশ আগের।

সংবাদমাধ্যম জিও টিভি বলছে, বাবর আজম তখনও তারকা হয়ে উঠেননি ঘটনাটি তখনকার। যখন তিনি তারকা হয়ে ওঠেননি, তখন থেকেই একজন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ঘনিষ্ঠতা থেকে ওই তরুণীর পেটে বাচ্চা আসে। পরে বাবর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে গর্ভপাতে বাধ্য করেন।

 

পরবর্তীতে সময়ের পরিবর্তনে পাকিস্তানের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠেন বাবর, তাকে তুলনা করা হয় বিরাট কোহলির সঙ্গেও। তারকা হওয়ার পরেই নাকি পুরনো প্রেমিকাকে ভুলে গেছেন বাবর! ক্রিকেটে অর্থ-খ্যাতি আসার পর বাবর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

 

বাবর যখন ফিরিয়ে দিয়েছিলেন, তখন সেই নারী আবারও থানায় গিয়েছিলেন অভিযোগ করতে। কিন্তু তখন থানায় তার অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি করেছেন ওই নারী।

 

সম্প্রতি বাবরের সেই প্রেমিকার এমন অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে এই অভিযোগ মারাত্মক। আদালতে যদি তা প্রমাণ হয় তাহলে বাবরের ক্যারিয়ার তো শেষ হবেই, উপরন্তু কঠিন শাস্তিও পেতে হবে তাকে। এই মুহূর্তে দল নিয়ে নিউজিল্যান্ড সফরে আছেন বাবর।

 

এর মধ্যে লাহোরের আদালতে ওই নারীর অভিযোগের ভিত্তিতে বাবর ও তার পরিবারকে আদালত আজ নির্দেশ দিয়েছেন যাতে অভিযোগকারী নারীকে কোনোভাবে হয়রানি না করা হয়। বলা হচ্ছে, পরিচিতি পাওয়ার আগে দু’জনের ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71