আ’লীগের কেন্দ্রীয় নেতা আ.খ.ম জাহাঙ্গীর করোনা আক্রান্ত দোয়া মোনাজাত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
-
Update Time :
Monday, December 7, 2020,
-
341 Time View
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের করোনা মুক্তি কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ ও সন্ধ্যায় মন্দীরে আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরিবার সূত্রজানায়, গত বুধবার আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও তার স্ত্রী সেলিনা হোসাইনের করোনা শনাক্ত হয়।
শুক্রবার সকালে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। তার পরিবার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ীতে সোমবার দুপুরে ভগবানের কাছে তার রোগ মুক্তির জন্য প্রার্থনা করা হয়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category