ফেরি ধরতে বেপরোয়া বাস, প্রান হারালো দু জন
এস এম সাগর, প্রোগ্রাম অফিসার,স্বাধীন বাংলা টিভি
-
Update Time :
Monday, December 7, 2020,
-
148 Time View
ভোলা সদর উপজেলার ইলিশা মহাসড়কের সুদের হাট এলাকায় বাস ও সিএনজির সংঘর্ষে দুজন সিএসজির যাত্রী নিহত, আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটানটি ঘটে বলে ইলিশা ফাড়ির পুলিশ নিশ্চিত করেছেন।সংঘর্ষে দুজনের মধ্যে একজন স্থানীয় স্কুল মাস্টার জসিম উদ্দিন (৫০) ঘটনাস্থলে মারা যায়। তিনি স্থানীয় সিতারাম স্কুলের শিক্ষক বলে জানা যায়। অপরজন ভোলা সদর হাসপাতালে মারা যায়।
তার পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ২ জন হচ্ছেন আবুল কালাম বাচ্চু (৫৫) এবং তামান্না (১৮)। অপর আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশন থেকে ভোলা সদরের ইলিশা ঘাটে আগত একটি বাস অপরদিকে থেকে আসা একটি সিএনজিকে সজোরে ধাক্কা দিকে দুজন নিহত হয়। ঘটনার পরপর বাসচালক পালিয়ে যায়।
ভোলা লক্ষীপুর ফেরি ধরার জন্য প্রায়ই বাসগুলো বেপোরোয়াভাবে চালিয়ে আসে। ফলে এ ঘটনাটি ঘটে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category