পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা।
বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম মো. সাঈদ, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ।
ভার্চুয়াল বিজ্ঞান মেলায় মাধ্যমিক পর্যায়ের ৯টি প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
ভার্চুয়াল বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে দলগতভাবে প্রথম স্থান লাভ করে আটখালী মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।