নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়ের বয়স প্রায় দুমাস। সুখেই আছেন তারা। হনিমুন থেকে ভালোবাসার খুঁটিনাটি খবর নেহা ইনস্টাগ্রামে তার ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন। তবে এরই মধ্যে উঠে এসেছে অন্য একটি তথ্য। নেহাকে পচ্ছন্দ করলে বিয়ের জন্য রাজি ছিলেন না রোহন প্রীত।
নেহার সাথে রোহানের আলাপ গানের সূত্র ধরে। রোহনকে অডিশনের জন্য ডাকা হয়েছিল। একটি মিউজিক কোম্পানি ডেকেছিল। সেখানে নেহাও ছিলেন। সেদিন রোহন যে গানটি গাইছিলেন সেটি নেহার লেখা ও সুর করা। গান শুনেই রোহনকে মনে ধরেছিল নেহার। এর পর নেহার সঙ্গে আলাপ করেন তিনি। তারপর সেখানেই শুরু হয় কথা।
তবে মাত্র ২৫ বছর বয়সেই বিয়ে করতে রাজি ছিলেন না রোহন। তিনি ভালো বাসেন কিন্তু বিয়েতে রাজি ছিলেন না। নেহাকে সে কথা জানিয়েও ছিলেন। তবে নেহার ভালো মানুষী ও মন দেখে নিজেকে সামলাতে পারেননি রোহন। রাজি হয়ে যান বিয়ে করতে।
আর এখন তাদের সুখের সংসার। নেহা বলেছেন, রোহনের মতো ভালো মনের মানুষ তিনি আগে দেখেননি। বিয়ে নিয়ে সবাই কনফিউসড থাকে। রোহনও ছিল। আমি ছিলাম। তবে প্রেমটা একেবারে খাঁটি।