সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সাবেক পর্ন তারকা মিয়া খলিফা। নিজের ব্যক্তিগত নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন তিনি। সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন মিয়া খলিফা। সেখানে তাকে কেঁদে বুক ভাসাতে দেখা গেছে।
এনবিএ তারকা বাস্কেটবল খেলোয়াড় জন ওয়ালের জন্য মিয়া খলিফার এই কাণ্ড। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন উইজার্ডস দলের ভক্ত তিনি। জন ওয়ালও এই দলে খেলতেন এবং তার প্রিয় খেলোয়াড় ছিলেন। কিন্তু সম্প্রতি এই তারকা খেলোয়াড় ওয়াশিংটন উইজার্ডস থেকে হিউস্টন রকেটস দলে যোগ দিয়েছেন। বিষয়টি মেনে নিতে পারেননি মিয়া খলিফা। এজন্যই তাকে কাঁদতে দেখা গেছে।
এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে মিয়া লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এখন হিউস্টন রকেটস দলের সমর্থক।’
জন ওয়ালকে নিয়ে টুইটারে আরো কয়েকটি পোস্ট করেছেন মিয়া খলিফা। অন্য এক পোস্টে তিনি লিখেছেন, ‘দশ বছর জন ওয়াল ব্রো, দশ বছর! আমি মনে করতে পারছি না ওয়ালকে ছাড়া ডিসি কেমন ছিল।