ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বিয়ের পরদিনই এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত শনিবার নেতাজিনগর থানা এলাকায় নিজঘর থেকে নীলাদ্রি চক্রবর্তী (২৬) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, গত ১০ ডিসেম্বর বিয়ে হয় নীলাদ্রির। পরদিন শুক্রবার গভীর রাত পর্যন্ত নিজের ঘরেই বন্ধুদের সঙ্গে পার্টি করেন। শনিবার সকালে ওই ঘর থেকেই তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, সিগারেট ধরিয়ে ঘুমিয়ে পড়েন ওই যুবক। সেখান থেকে কোনোভাবে বালিশে আগুন লেগে ধোঁয়ায় ভর্তি হয়ে যায় ঘর। বন্ধুদের সঙ্গে মদ্যপান করায় তার হঁশ ছিল না। ফলে ঘুমের মধ্যে দমবন্ধ হয় তিনি মারা যান বলে মনে করছেন তদন্তকারীরা।
এ ঘটনায় নীলাদ্রির বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার জানিয়েছে, শনিবার সকালে নীলাদ্রির বাবা ছেলেকে ডাকতে এসে দেখেন তিনি অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। ঘর ধোঁয়ায় ভর্তি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ আরও জানিয়েছে, গ্যাস্টিক আলসারের রোগী ছিলেন ওই যুবক। যকৃতেও সমস্যা ছিল। শরীরে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড ঢুকে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে। সূত্র: আনন্দবাজার