করোনাকালের মাঝেই ‘নবাব এলএলবি’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটছে ঢালিউড কিং শাকিব খানের। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শাকিব খান, মাহিয়া মাহী ও স্পর্শিয়া অভিনীত ‘নবাব এলএলবি।
এই প্রথম ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শাকিব খানের মুভি। সম্প্রতি ছবিটির প্রচারে সোশ্যাল সাইটে একটি ভিডিও বার্তা দিয়েছেন শাকিব। যেখানে তিনি নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান করেছেন।
‘নবাব এলএলবি’ ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে ধর্ষণ ও নারী অধিকারকে কেন্দ্র করে। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে শাকিব খান বলেছেন, ‘নারীকে তাঁর যথাযথ সম্মান প্রদর্শন করবে।’ তিনি আরও বলেন, ‘আমার চিন্তাচেতনায় শুধুই চলচ্চিত্র। কারণ, এই চলচ্চিত্রই আমাকে দেশে ও দেশের বাইরে থেকে মানুষের উজাড় করা ভালোবাসা দিয়েছে।
এসব আমাকে অনেক বেশি দায়িত্বশীল করেছে এই চলচ্চিত্রের প্রতি। তাই যা করি, যা ভাবি, সবটুকুই সিনেমার মাধ্যমেই। সমাজের অসংগতি, দেশপ্রেম, অপরাজনীতি, সবই এই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি।’
শাকিব খান বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, নারী নির্যাতন বেড়ে গেছে। তো সেটার প্রতিবাদ করার জন্য, পশুরূপী মানুষের বিবেক জাগ্রত করার জন্য আমার অন্য কিছু করার নেই।
সিনেমার মাধ্যমে পারি মানুষের বিবেককে জাগ্রত করতে। নবাব এলএলবিতে তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যাদের বিবেক এখনো মরে যায়নি, তাদের একটু হলেও নাড়া দেবে এই ছবিটি। ধর্ষণের শিকার বোন অত্যাচারিত হওয়ার পরও পারিবারিক ও সামাজিকতার ভয়ে অনেক সময় মুখ ফুটে নির্যাতনের কথা বলতে পারেন না। এই ছবিটি সেই বোনদের শক্তি জোগাবে, সাহস জোগাবে।