মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন।
আজ দুপুর তিনটার দিকে মাদারীপুর সদর উপজেলা মস্তফাপুর টেক্সটাইল মিলের ২নং গেটে সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাসেদা বেগম (৬০)। তিনি মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার মজিবর মাদবরের স্ত্রী। নিহত অন্যজন হলেন ওহিদুল কারিকর। তিনি একই ইউনিয়নের বড়মেহের গ্রামের মজনু কারিকরের ছেলে।
পেশায় তিনি একজন ভ্যানচালক।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাসেদা বেগম তার নিজ বাড়ি থেকে বাবার বাড়ি সদর উপজেলার ঘটকচরে যাওয়ার উদ্দেশ্য ভ্যানচালক ওহিদুলের ভ্যান যোগে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে রওনা হন। ভ্যানটি বড় ব্রীজ পার হয়ে টেক্সটাইল মিলের ২নং গেটের সামনে গেলে মাওয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বিএমএফ পরিবহনের চাপা দেয়।এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা রাসেদা বেগম ও ভ্যানচালক ওহিদুল নিহত হন। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্ধার করে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুর মোহাম্মদ সিকদার বলেন, বিকেল তিনটার দিকে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ দুটি উদ্ধার করি।মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুর মোহাম্মদ সিকদার বলেন, বিকেল তিনটার দিকে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ দুটি উদ্ধার করি।