আরও একবার পাওয়া গেল বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মা হওয়ার খবর। কলকাতাভিত্তিক নিউজ ১৮ বাংলা এমন খবরই প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে, সবেমাত্র দ্বিতীয় বিবাহবার্ষিকী পার করলেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। আর এর মধ্যেই শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি বাবা-মা হতে চলেছেন এই সেলিব্রিটি জুটি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে, বাবা-মা হওয়ার খবর জানাবেন নিক-প্রিয়াঙ্কা। এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন এ জুটি। সেখানে নতুন একটি সিনেমার চিত্রায়ণে অংশ নিয়েছেন তারা। চিত্রায়ণের ফাঁকে বেবি প্ল্যান করছেন তারা।
গেল বছর জুলাইয়ে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, এখনই সন্তান জন্ম নেওয়ার বিষয়ে কিছু ভাবছেন না তারা। বিবাহিত জীবন উপভোগ করতে চান আরও। তবে নিক-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠজনেরা বলছেন, এ বছর নতুন পরিকল্পনা করেছেন তারা।
সে পরিকল্পনা অংশ হিসেবেই সন্তান নেওয়ার কথা ভাবছেন এ দম্পতি। যদিও এ ব্যাপারে এখনও মুখ খুলেননি নিক-প্রিয়াঙ্কা।
এর আগে বেশ কয়েকবার তার মা হওয়ার গুঞ্জন উঠেছিলো। একপর্যায়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেছিলেন, তার মাতৃত্বের খবরটি মিথ্যে।
এদিকে, বলিউডের পাশাপাশি হলিউডেও নিয়মিত কাজ করছেন প্রিয়াঙ্কা। ‘দ্য ম্যাট্রিক্স ফোর’, ‘সিটাডেল’, ‘দ্য হোয়াইট টাইগার’ ও ‘উই ক্যান বি হিরোস’- সিনেমাগুলোতে দেখা যাবে তাকে। এ ছাড়া ‘টেক্সট ফর ইউ’ শিরোনামের নতুন একটি সিরিজেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।